। সমর্পণ।


নৌকাখানায় দিচ্ছো দোলা মোচার খোলের মতো
বোঝার ওপর শাকের আঁটি ডুবে যাওয়ার ভয়
ঝড়ের আওয়াজ ঈশান কোণে ক্রমশ উদ্ধত
তাই বলে এই শর্মা জেনো ছোড়নেওয়ালা নয়।


যে নৌকাটায় ভাসছি সেটা তোমায় দিয়েই গড়া
দেখতে গেলে, ফুঁসতে থাকা অগাধ জলও তুমি
সুতোয় ঝোলা কপাল আমার বিপদস্বয়ম্বরা
হাত ইশারায় প্রেক্ষাপটে সাগর মরুভূমি।


ডুবতে পারি, ভাসতে পারি পরিস্থিতির চাপে,
উথালপাথাল ঢেউগুলোতে তোমার সাকিন লেখা,
আমার জীবন বাঁধা চেনা সাবেকী জলছাপে,
ঝড়জলে যে ভির্মি খাবো অতটা নই ন্যাকা।


নৌকাখানায় দিচ্ছো দোলা তোমার ইচ্ছেমতো,
তেমন হলে ভাবছি এবার দেখি ডুবে গিয়ে
ঘটনাদের পরম্পরায় বুঝলে ভালো হতো
শর্তবিহীন সত্ত্ব গেছি তোমার হাতে দিয়ে।


আর্যতীর্থ