। সরল।


সহজ সরল অংক কষাই ভালো।
দু এক্কে দুই, ছয়  দুগুনে বারো,
সিঁড়িভাঙার পদ্ধতি প্যাঁচালো
অনেক খেটেও গোল্লা পেতে পারো।
গোল্লা আবার সর্বদা ভুল নয়
সিঁড়িভাঙায় সেই আছে এক গেরো
সব সিঁড়িদের মাস্তানি শেষ হয়
অন্তে থাকে এক অথবা জিরো।


নিরীহ সব সরলরেখাই থাকুক
বিন্দু যখন বিন্দু খুঁজতে চায়
সাপ্টা সোজা হিসেব মনে রাখুক
তখন যেন যায় সিধে রাস্তায়।
ত্রিভুজ বড় গোলমেলে আকৃতি
বৃত্ত ঘোরে নিজের সীমা ধরে
চতুষ্কোণে প্রোমোটারের ভীতি
যাপন রেখো সরলরেখা করে।


ভাগ্য শুধু এক্স দিক একখানা
ওয়াই জেডে বাড়ে জটিলতা
বাকিটুকু থাক না চেনাজানা
সুখ মানে তো নিদাগ সরলতা।
এক অচেনার মোড়ক খোলা ধীরে
তার মজাটা জীবনে আলাদা
চমক থাকে রুটিনকাজের ভিড়ে
সরল দিনে তেমন থাকুক ধাঁধা।


কেন সবার জটিল দিকে ঝোঁক,
অংকগুলো সহজসরল হোক।


আর্যতীর্থ