। শরতস্মৃতি।


কিছু স্মৃতি শুধু  শরতকালের জন্য,
মরসুমী সুখ, বিরহ মেশানো দুঃখ,
কার ঠোঁট কবে কত আশ্লেষে বন্য
কোথায় হিংসে হাসিতে মিশেছে সুক্ষ্ম।


শরতের স্মৃতি পুজো দিয়ে মাখামাখি,
পুরোনো রেডিও খুঁজে শোনা মহালয়া
কাশফুলে ঢেউ, ঢ্যাং কুড় কুড় ঢাকী,
অঞ্জলিছুতো, চোখে চোখ দিয়ে ছোঁয়া।


পরিযায়ী সব প্রবাসীরা ঘরে ফেরে
ঘর আবার কই, নিয়মের ছোঁয়া বুড়ি
সময়ের সাথে শিকড়েরা নড়বড়ে,
প্রজন্ম হবে অনাবাসী পুরোপুরি।


সুনীল আকাশ প্রার্থনা ছিলো সবারই
প্রকৃতি লিখেছে অন্যরকম গল্প
একশা ভিজেছে পুজোর পোশাক বাহারী
রোদের ভাগ্যে প্রসাদ জুটেছে অল্পই।


তবু সেই ভেজা আহামরি কিছু  নয়তো,
নাগরিক পূজা যথারীতি শশব্যস্ত,
বানভাসি কোনো গ্রামবাসী ঘরে হয়তো
শরতের সুখ ঠাট্টা একটা মস্ত।


শরতে জমেছে ছুটিতে আড্ডা চুটিয়ে
বেড়ানোর স্মৃতি এখনো রয়েছে টাটকা
এরই মাঝে গেছে ডেঙ্গিও হুল ফুটিয়ে
জীবন খেলেছে মৃত্যুর সাথে ফাটকা।


কোথাও শরত স্মৃতিতে পুজোর গন্ধ’য়
কোথাও চিন্তা আবার কি ঘর ভাসবে
হর্ষ বিষাদ ঢেউ এসে নানা মন ধোয়
জীবনে শরত বারবার ফিরে আসবে।


আর্যতীর্থ