। শত্রুমিত্র।


ক্লাস নাইনে প্রথম সিগারেটে হাতেখড়ি,
স্মৃতি যদিও খুব একটা সুখের নয় মোটে
অংকের স্যারের হাতে বামাল গ্রেফতারি
সাতদিন ব্যথা ছিলো বাবার মারের চোটে।
ধরা পড়ার জন্য দায়ী ছিলো যে ছেলেটা,
নাম বলবো না, আমরা ডাকতাম ল্যাংবোট
স্কুলে কিছু থাকেই অমন স্যারেদের ন্যাওটা
মনে আছে, মারামারি হয়েছিলো বেশ একচোট।
স্বভাবতই তারপর থেকে মুখ দেখা বন্ধ ছিলো
কখনো কথা বলিনি টুএলভ অবধি আর
ফেয়ারওয়েলে যেদিন স্কুল আনুষ্ঠানিক বিদায় দিলো
সেদিনও প্রবৃত্তি হয় নি কোনো কথা বলবার।
তারপর তিরিশ বছর কেটে গেছে ভালমন্দে
জীবনের লড়াইয়ে কিছু হেরেছি, কিছু জিতেছি
এখন বাঁধা পড়ে গেছি রুটিনের চেনা ছন্দে
ইদানিং পুরোনো বন্ধু খোঁজার নেশায় মেতেছি।
স্কুল আর সাল মিলিয়ে ফেসবুকে দিলাম সার্চ
প্রথম চেহারা ও নামেই খেলাম সপাটে হোঁচট
মগজসড়ক  জুড়ে স্মৃতিগুলি করে লংমার্চ
এতদিন পরে আচমকা স্ক্রীনজুড়ে দেখি ল্যাংবোট।
ইতস্তত হাতে কেমন করে  কি হয়ে গেলো যেন
ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেলো হঠাৎ ওর কাছে
মাথা চাপড়ে ভাবি আমি এত বেআক্কেলে কেন
প্রেস্টিজটা এমন করে ডুবিয়ে দিতে আছে?
পরের দিন ভয়ে ভয়ে ফেসবুক খুলে দেখি
সে লিখেছে, ' অনেকবছর ধরে তোর পাওনা আছে সরি
ক্লাস নাইনের ঘটনা, এখন আর মনে আছে সেকি
ক্ষমা যদি করতে পারিস বন্ধু হতে পারি।'
এমন সুযোগ কেউ কি ছাড়ে? আমিও গলে জল
পরম শত্রু মিত্র হলো তিরিশ বছর পরে
জমিয়ে রাখা কথা দুজন বলি অনর্গল
এই রবিবার সপরিবার আসছে আমার ঘরে।


আর্যতীর্থ