। সাতশো কুড়ি।


( এই দেশে প্রতি ভি আই পি পিছু তিনজন পুলিশ, আর প্রতি সাতশো কুড়ি জন আমজনতা পিছু একজন। এ ব্যাপারে বিশ্বের মধ্যে আমরা পেছন দিক থেকে দ্বিতীয়, উগান্ডার ঠিক আগে)


আমলা নেতা ধর্মগুরু কিংবা শিল্পপতি,
এসব যদি হতে পারতাম , তবেই কেল্লা ফতে
এই দেশে আজ হিসেবনিকেশ সহজসরল অতি,
তিনটে করে পুলিশ পাবো ভি আই পি তকমাতে।


তিনটে পুলিশ, উর্দি পরা, কেমন ভাবো দেখি
ঘুরবে আমার সামনে পেছন, ডাইনে এবং বামে,
মানুষ কেন, সে ফাঁক দিয়ে মাছিও গলবে কি,
একশহরের ট্রাফিক তখন আমার জন্য থামে।


এসব দুঃখ নিয়ে শুধু স্বপ্নে মাথা খুঁড়ি,
ভি আই পি নই , আঁটি চোষা আমজনতা আমি
এক একটি পুলিশ পিছু আমরা সাতশো কুড়ি,
দূরের থেকে উর্দি দেখে দরদরিয়ে ঘামি।


স্বভাবতই থানা পুলিশ আমার চোখের বিষ
পুলিশেরও নালিশ নিতে বড্ড লাগে হ্যাপা
তিনটে পুলিশ ভি আই পি যায় সামলে অহর্নিশ
এক বেচারা সাতশো কুড়ির ডিউটি কোরে খ্যাপা।


আমরা নাহয় সাতশো কুড়ি ,পুলিশ দূরে রাখি
ভাবো তো কি খারাপ দশা পুলিশ বেচারাদের,
দুচোখ ভরে স্বপ্নে যে লোক পরেছিলো খাকি,
ভি আই পিদের স্যালুট করে জীবন চলে তাদের।


একদিকে তো ভি আই পিরা ভাবেন এলেবেলে
অন্যদিকে কাজের লোকের অভাব প্রতি থানায়
পুলিশ হবার আশায় আকুল  ওহে যুবক ছেলে,
জানিনা কোন স্বপ্ন এখন তোমার চোখে মানায়।


আর্যতীর্থ