। সে এককালে।


সে এককালে মুহূর্তরা আসতো কিছু সুখ হাতে,
নীলমণি এক আইসক্রিমে , লুকিয়ে খাওয়া ফুচকাতে।
সে এককালে হাতচিরকুট গুনতি কথায় লিখতো প্রেম
একলা পেলে হাত ধরা সার, চুমু খাওয়ার নেই এলেম।


কটাক্ষপাত ঘাতক হতো , মারতো চোরাগোপ্তাতে,
( মৃত্যু ভারী তুচ্ছ ব্যাপার, স্বপ্ন দেখার মৌতাতে)
সে এককালে ভালোবাসা উহ্য হয়েও ফুটতো বেশ,
প্রথম চুমুর জন্য ছিলো যাবজ্জীবন হাপিত্যেশ।


সে এককালে প্রেমপিরিতি লাজুক ছিলো প্রকাশ্যে
( সময় যেতো ভ্রুভঙ্গিমার নানান টিকা ও ভাষ্যে)
মানিনীরা বলতো না ‘হ্যাঁ’ ,গালের রঙে ফুটতো তা
আঁচলছোঁয়া সুবাস পেলে একজনমের মুগ্ধতা।


এখন কেমন স্ট্যাটাস মেসেজ সব বলে দেয় গল্পটা
মুআহ’র জন্য তৈরী থাকে ইমোটিকন সর্বদা।
সে এককালে রাগ অনুরাগ বইতো সবই চোখ থেকে
হাত ধরাতেও ইতস্তত অাশেপাশে লোক দেখে।


সময় ওহে, জানি তুমি সেইদিকে আর ঘুরছো না,
এসব কেবল বৃদ্ধলোকের অতীত হওয়া মুর্ছনা।


আর্যতীর্থ