। শীত মানে।


কেউ কেউ শীত মানে পথচলা বোঝে।
পসরার দায় নিয়ে ঘুরপাক খেয়ে যাওয়া মেলায় মেলায়।
অচেনা শহরে এসে ক্ষণিক বসতি গেড়ে খদ্দের খোঁজে।
লাভের আধুলি দিয়ে বাকি সাল চালানোর গাঢ় আকাঙ্খায়।


কারো কাছে শীত মানে থিতু হয়ে বসা।
ভ্রমণপিপাসু যত ভিড় করে আসে, তত জমে দিনের বেসাতি।
সাদামাটা রোজগারে বাড়তি পয়সা কিছু আসে সহসা।
আগামীর সুখ চেয়ে ঋতুর ছোঁয়ায় হয় আশারা পোয়াতি..


শীত মানে কারো ঘরে নির্ঘুম নারী।
মানুষটি তার গেছে গাড়ি নিয়ে বাবুদের সুহানা সফরে।
কুয়াশা ঢেকেছে পথ, হর্ন সম্বল করে ঠান্ডাতে আন্দাজী পাড়ি।
রাত জাগা রমণীর হঠাৎ প্যাঁচার ডাকে ভারী ভয় করে।


শীত মানে বিভীষিকা কারোর জীবনে।
প্লাস্টিকে নামে শীত, বরফশীতল হাওয়া রক্ত জমায়।
ছেঁড়া কাঁথা আঁকড়িয়ে জিরজিরে হাড়গুলো মুহূর্ত গোনে।
পারদ নিঃশব্দে নামে,  ক্ষমাহীন ফুটপাথ ভোটহীন মানুষের সংখ্যা কমায়।


শীত মানে পিকনিক, হইচই ,হ্যাপি নিউ ইয়ার।
শীত মানে ঘোরাঘুরি,লং ড্রাইভ দীঘা বা শান্তিনিকেতন ।
এসব জাহাজী কথা, বহু লোকে করে থাকে আদার ব্যাপার।
কারো কাছে শীত মানে ভরপেট রুটি, কারো কাছে শীত মানে ধ্বস্ত জীবন।


আর্যতীর্থ