। সেরা উপহার।


অনাদিকালের থেকে সব বোন জেনে গেছে জীবনের সার,
দীর্ঘ আয়ুর চেয়ে  ভাইয়ের জন্য নেই বড় উপহার।
অর্থ বিদ্যা যশ, কারো কারো অধরাই থাকে চিরকাল,
কারো আসে সবকিছু ছপ্পর ফুঁড়ে , যার ভাগে যেমন কপাল।
সাফল্য ব্যর্থতা দুটোই আপেক্ষিক যে যেমন করে নেয় মানে,
সুখ আর দুঃখের রকমারি কারুকাজে জীবন সাজছে এইখানে।
ভালোবাসা ঘৃণা রাগ বিষাদ বিরহ সোহাগ সব্বার এখানেই ঘর
ফুরালে ফটোর বুকে কিছুদিন মালা ঝোলে ,জীবন এগোয় তারপর...


সুতরাং যদি কোনো প্রার্থনা করা যায় , উপহার দিতে চায় মন,
সব চেয়ে ভালো শুধু  এটুকুই চেয়ে নেওয়া বেঁচে থাক সব প্রিয়জন।
একথাটা বহুকাল ধরে জেনে গেছে পৃথিবীর দিদি ও বোনেরা,
দ্বিতীয়াতে বারবার যমের দুয়ারে তাই কাঁটা দিয়ে ফেরা।
এটাই যে সেরা  চাওয়া, দুনিয়ার সব ভাই যেন সেটা বোঝে ,
এই আকালের যুগে , এমন আশিস কেউ পায় না সহজে।
ভাইদের বলি আজ ফোঁটাটি নেওয়ার পরে, যাই দাও তাকে উপহারে,
তার সাথে বলে দিও, ও বোন তোমারও যেন কাঁটা পড়ে যমের দুয়ারে।


আর্যতীর্থ