। সোনা।


শোলা বাঁশ সুতো পুঁতি কাঁচ দিয়ে নয়,
অনেক এগিয়ে বাবা গিয়েছে সময়
চারদিন বাঙালীর সেরা উৎসবে
মৃন্ময়ী মুড়ে যান নিখাদ সোনায়।


ষষ্ঠীর দিন থেকে দশমী বিজয়া
থাকবেন প্যাণ্ডেলে মহাদেবজায়া
লোক টানবার মহাপ্রতিযোগিতায়
সোনায় হয়তো যাবে অগ্রণী হওয়া।


কিন্তু সোনা যে বড় বৈভব মাখা,
দম্ভ ওড়ায় জানি স্বর্ণ পতাকা
চব্বিশ ঘন্টার সশস্ত্র প্রহরায়
ভক্তের মুশকিল মাথা ঠিক রাখা।


সবাই দেখবে শাড়ি গয়নার ঘটা
আলোতে সোনার থেকে বের হবে ছটা
বেরিয়ে বলবে হলো দেবীদর্শন,
এমন মানুষ বলো খুজে পাবে কটা?


কে কিসে পেতে পারে কি কি সম্মান
সব্বাই সেটা ভেবে প্রতিমা বানান
বাজারে চলতি নানা তকমার ঝোঁকে
কিসের জন্য পুজো সেটা ভুলে যান।


এবছর চালু হলো গয়না ও শাড়ি
ধরে যাবে এই ট্রেন্ড খুব তাড়াতাড়ি
ভয় লাগে এরপর আগামী পুজোতে
হয়তো হীরক নিয়ে হবে বাড়াবাড়ি।


শহর থেকে ঘন্টা তিনেক গেলে
বানে ডোবা ঘর আর বাড়ি মেলে
কপালফেরে ওঁদের পুজোও আসে
ওঁদের জন্য কোনো শাড়ি পেলে?


আর্যতীর্থ