।সিকি গল্প।


সবার কিছু না শেষ হওয়া গল্প থাকে।
কি হলে কি পারতো হতে বারেবারে ঘোরায় তাকে।
স্মৃতির ভিড়ে আটকে থাকা, ব্যথা বা সুখ গন্ধমাখা
সেমিকোলোন কিংবা ড্যাশে  সবার কিছু উক্তি থাকে,
নিরুক্ততেই সন্ধি করার ঘড়ির সাথে চুক্তি থাকে।


জমতে থাকে এমনি কিছু কোণাভাঙা গল্পগাছা
খিমচে ধরে মুহূর্তদের, বাকিটুকুর আন্দাজেতেই সবার বাঁচা।
ফেরার সাঁকো কবেই ভাঙা , উলুকঝুলুক কুমীরডাঙা,
খেলতে আসে চরিত্ররা ,অকস্মাৎই দেয় ঝাঁকিয়ে মনের খাঁচা,
শেষ জানবার সময় এলেই বিরসমুখে সময় বলে বৃথাই যাচা।


গোটা নাকি জানি বলে গল্প যেসব করছি দাবী,
সত্যি কি আর পড়লো দাঁড়ি , যেখানে শেষ আমরা ভাবি?
কাহিনীরা চলতে থাকে, ফিসফিসিয়ে বলতে থাকে
সেসব বেবাক উহ্য রেখেই সিন্দুকে দিই তালাচাবি,
অনন্তকে বাঁধতে গেলে তালেগোলে গরমিল হয় সব হিসাবই।


দেখছি এবং ভাবছি যখন এ গল্পটার এটাই মুড়ো,
হয়তো সেটা ধড় বা ল্যাজা, হয়নি দেখা করতে গিয়ে তাড়াহুড়ো।
মুড়ো হলেও হলোটাকি, পুরোটা আর জানবো নাকি
সাগর ভেবে গেলাম থেমে , পেরিয়ে ছিলো পাহাড়চুড়ো,
অনেকসময় নিজের তাড়ায়  ধমকে বলি জলদি ফুরো।


সবার কিছু শেষ না হওয়া গল্প থাকে,
আটকে থাকে ক্যালেন্ডারের নানান ফাঁকে।
দিনযাপনের জোয়ারভাঁটায়, গল্প কিছু সময় কাটায়,
তারপরে সে নিজের স্রোতে যায় হারিয়ে সময়বাঁকে,
গোটা বলে জড়িয়ে রাখি সবাই সিকি গল্পটাকে।


আর্যতীর্থ