। স্মৃতি।


স্টলে মলে দলে দঙ্গলে যখনই হইবে বার
সে সময় ঘন ঘন স্মার্টফোন খুলিবার
ভুলেও যেও না ভুলে সেলফি লইয়ো তুলে
স্মার্টফোন বিনা জেনো ছার সারা সংসার।


ভালো কিছু দেখিলেই পকেটে রাখিয়ো হাত
স্মার্টফোনে তোলা চাই এক ফটো গোটা সাত
ঠেলা যদি মারে ভিড়  হইয়ো না অস্থির
ফেসবুকে করা চাই আপলোডে বাজিমাত।


হায় রে বদনে আছে কেবলই দুইটি আঁখি
তদুপরি দেয় তারা স্মৃতিটিরে ভারী ফাঁকি
সদ্য দেখিনু যাহা দেখি ভুলে গেছি তাহা
এমনি ডিফেক্ট মালে কেমনে ভরসা রাখি?


বিপদ লাঘব  করে পকেটের স্মার্টফোন
ছবিতে ধরিয়া রাখে দৃশ্যের প্রতি কোণ
হস্ত উর্ধ্বে করে ফটো সব রাখি ধরে
শুধু অবলোকনে কোন হেতু দেবো মন?


স্মৃতিরা অধুনা থাকে জেপেগ-এর ফর্মে
পশিয়া গিয়াছে তাহা মানবের মর্মে
সব ফটো দিতে স্থান জিবি হয় অকুলান
ডিলিট আর স্টোর আছে রোজকার কর্মে।


একটি প্রশ্ন তবু আসে মনে ঘুরিয়া
স্মৃতি বলে গিলিতেছো ফেসবুক পুরিয়া
হৃদয়ে হস্ত রাখি ঠিক করে বলো দেখি
মনছোঁয়া স্মৃতিগুলো ফেলিছো কি ছুঁড়িয়া?


আর্যতীর্থ