। স্মৃতিটুকু থাক।


হাত মুঠো করে কি ধরতে চাও?
খ্যাতি, দেহরূপ, সম্পদ , আয়ু?
মুঠো খুলে দেখো, নেই সে কোথাও,
ছিনিয়ে নিয়েছে সময়ের বাহু।


কিছু নেই কারো, স্মৃতিটুকু ছাড়া,
নানামানুষের  মনের কোণাতে
যতই বাজাও ঢোলক নাকারা,
বর্তমানকে আওয়াজ শোনাতে।


কিছুটা মুখ বা চেহারার স্মৃতি
কিছু কথা আর বাকিটা কার্য
হিংসা ঝগড়া স্নেহ সম্প্রীতি,
সেসবে আগামী মূল্য ধার্য।


কেষ্টু বিষ্টু হরিদাস পাল,
রঙের গোলাম, ক্ষমতার দাস,
সময়ের হাতে সবাই নাকাল,
স্মৃতি শুধু হাতে তুরুপের তাস।


কিভাবে স্মৃতিরা কাউকে সাজাবে
মানব দানব দেবতা বা পশু
ইতিহাস সেটা রাখছে হিসাবে,
আগামী জানবে হলে জিজ্ঞাসু।


হাত মুঠো করে কি ধরতে চাও?
ওভাবে কি যায় সময়কে ধরা?
বরঞ্চ গিয়ে বাইরে দাঁড়াও
মানুষের কাজ স্মৃতি জড়ো করা।


আর্যতীর্থ