। সোজা আঙুল।


মিষ্টি বসন্ত, সাথে কবিতার নোনতা
জ্ঞানীগুণীদের কাছে ভারী সেফ zone তা।
তিতকুটে সওয়ালেরা ভাসে তবু বাতাসে,
সময় জানতে চায়, ‘মেয়ো রোড কোনটা?’


ওইখানে প্রেসক্লাবে বিনা কোনো ক্যামেরায়,
তরুণ তরুণী কিছু অনশনে লড়ে যায়।
দোষটা ওদেরই জেনো, পেয়েছে এস এস সি
সেই অধিকারে ওরা শিক্ষক হতে চায়।


সাজো সাজো রব দেশে, ভোট এলো দরজায়
মিডিয়া বাইট খোঁজে কাজিয়া ও তরজায়
শিক্ষিত বেকারের আমৃত্যু অনশন
তার কথা লিখে মোটে পোষাবে না পড়তায়।


বাইশটা দিন গেছে, ওরা কিছু খায়নি,
ব্রেকিং নিউজ তবু একটু চেঁচায়নি।
অপেক্ষা করে বুঝি অনশনে মৃত্যুর,
অথবা হয়তো গ্রীন সিগন্যাল পায়নি।


অনশনে ভারী বয়ে গেছে এই রাষ্ট্রের
ওহে বেকারের দল, সেটা আজ পাস টের
ভোট বাড়বার হলে হামলাবে সব দল,
না হলে চলবে কেটে ঘোড়াদের ঘাস ঢের।


এস এস সি পাশ করে চাকরির দেখা নেই
এরকম গোলোযোগ হতে পারে এখানেই
পরিমিত ঘি আছে রাষ্ট্রের বয়ামে,
অনশনে যে আঙুল, তারা কেউ বেঁকা নেই।


নাগরিক, এ বিপদে ওরা শুধু একা নেই...


আর্যতীর্থ