। শুভ হোক।


ঈশ্বরকে আমি বিরক্ত করিনা তেমন,
তিনিও আমায় পাত্তা দেননা মোটে।
তাই বলে নেই ধনুকভাঙা পণ,
প্রসাদ তো খাই, যখন যেমন জোটে।


ঈদ বড়দিন কিংবা দুর্গাপুজায়
প্রার্থনাতে একটু দূরেই থাকি,
দরখাস্ত অনেক পড়ে যায়,
আমারটা তাই নিজের কাছে রাখি।


যার পুজো হোক বলি মনে মনে
( আল্লাহ গড শিব কালী বা কেষ্ট)
মানুষ যেন শুভ’র কথা শোনে,
বুঝুক সবাই মানবতাই শ্রেষ্ঠ।


না ,পড়িনি তেমনভাবে বেদ,
কোরান গীতা বাইবেলও কি জানি,
ধারণা নেই কবে কি নিষেধ,
সবার পেটে সমান খিদে মানি।


বাঁচতে সবার ভালোবাসা লাগে,
লোভ লালসা সবার কাছে পাপ,
যে সব হাতে ভাইয়ের রক্ত লাগে
সেখানে নেই ঈশ্বরী জলছাপ।


এসব মেনেই  ঈশ্বরে আমাতে
অলিখিত চুক্তি একটা আছে,
সবাই যখন আনন্দেতে মাতে
ধর্মবিহীন যাই সে ভিড়ের কাছে।


ঈশ্বর তাই থাকুন নিজের কাজে
আমার তোমার সুখ মিলে এক হোক
সবার শুভ চাইবার দিন আজ এ
খুশীর এ ঈদ সবাইকে মোবারক।


আর্যতীর্থ