। শুভ নববর্ষ।


শুধু মুখের সম্ভাষণেই  শুভ হবে কেমন করে,
বলো শুনি নতুন কি কি আনবে বদল এই বছরে।
করছি করবো ভেবে ভেবে, বাকি আছে যা হিসেবে,
যদি ভাবো এই বছরেও গোঁজামিলে মিলিয়ে দেবে
তবে আবার সময়টা সেই গেঁজেই যাবে বছর ধরে,
হোয়াটসঅ্যাপে লিখলে শুধু শুভ কি হয় এমন করে?


চোখের সামনে দেখছি লোকে গাছ বানাচ্ছে আগাছাকে
আমরা তবু পাশ ফিরে শুই, এমনটা তো হয়েই থাকে!
হচ্ছে ওসব অন্য পাড়ায়, কষ্টের ঘুম কে আর তাড়ায়,
কানে তুলো গুঁজছি পাছে দরজাতে কেউ কড়া নাড়ায়,
আপনি এবং কপনি শুধু, পড়শির খোঁজ কেই বা রাখে,
নিজের আখের গুছিয়ে সবাই, করছি শুভ বছরটাকে।


এমনি করেই চলছে জীবন, যে যার নিজের রান্না রাঁধি,
এই সুযোগে নির্বিচারে মার খেয়ে যায় প্রতিবাদী,
মৌলবাদী খুঁজছে ছুতো, দেবে কখন ধর্মগুঁতো,
নাচছি রোজের পুতুলনাচে, নেতা যেমন নাড়ান সুতো,
হাসিমজাক তোমার ঘরে আমি যখন ডুকরে কাঁদি,
অস্ত্র হাতে লুকিয়ে রেখে সমন্বয়ের গপপো ফাঁদি।


রাজনীতি আর ধর্ম  যদি দিনযাপনে নাহয় ধ্রুব,
ফরওয়ার্ড আর না যদি হয় ঘৃণায় মাখা এক গুজবও,
পুজো এবং ইদুূজ্জোহায় পড়শি যদি আনবাড়ি যায়,
সবুজ লাল আর গেরুয়া রয় হাসিমজায় একই পাড়ায়,
যদি বলতে পারি মৌলবাদী নিজেই থুতু ফেলে ডোবো,
জেনো বন্ধু, বলবো তবেই,  তোমার নববর্ষ শুভ।


আর্যতীর্থ