। সুখদুঃখের রঙ।


সুখের ওপারে পথ কোথায় গিয়েছে,
আলোয় ধাঁধানো চোখে বোঝা বড় দায়,
সাতরঙ ভরে আছে যার দিন জুড়ে
আঁধারের রঙ নেই তার ভাবনায়।


সুখী চোখে চশমার কাঁচও ঘোলাটে,
নিজের বাইরে কিছু পড়েই না চোখে,
আয়নাতে রূপটানে ব্যস্ত যখন,
কারোর  দুঃখ পোড়ে হয়তো সড়কে।


যতটুকু আলো যায় ততটা দুনিয়া
সব সুখ বেঁচে থাকে সেই ধারনাতে
বিলাসী আবেগগুলো মোসায়েবী করে,
লগ্নী করে না কিছু আগামীর খাতে।


দুঃখের শুধু আছে কালো রঙ জানা
আগামী খুঁজতে যায় নিরালা সফরে,
রামধনু আঁকা নেই তার চাহিদায়,
পড়ে পাওয়া ভাঙা রঙ নিয়ে যায় ঘরে।


এক দুই তিন রঙ কুটো করে জড়ো
দুঃখের টিমটিমে আলো জ্বলে ওঠে
সে আলোয় ফের করে পথের হদিশ
চলতে চলতে যদি আরো রঙ জোটে।


ঘটমান সাতরঙে সুখ খেলা করে
আগামীর দায়ভার নেই তার কিছু,
যেখানে যা রঙ পায় তাই তুলে নিয়ে,
দুঃখরা ঠিক নেয় সময়ের পিছু...


আর্যতীর্থ