। স্বকীয়।


কাউকে নষ্ট করার পেছনে আর কারো হাত নেই
নিজেই লাগায় সবাই  আগুন ঘরপোড়া বারুদেই
দুটো পথ থাকে খোলা সব্বার ,উর্ধ্ব ও অধোগামী,
আমাদেরই হাতে ওপরে উঠবো নাকি নিচুদিকে নামি।


চারদিকে কালো তবু থাকি  ভালো বশ্যতা নির্মোকে,
নিজের দলের অবিচারগুলো পড়ে না কারোর চোখে
রাজনীতি হোক কিংবা ধর্ম, জাতপাত  পেশা দেশ
বিপরীত হলে তার দোষ দেখা স্বাভাবিক অভ্যেস।


ভ্রষ্টপথেরা ভারী চকচকে, চওড়া প্রবেশদ্বার,
সম্মোহনের জাদুতে নজরে আসেনা অন্ধকার।
মেঠোপথ বেয়ে হেঁটে যেতে হয় ঘাম মেখে ঠিক পথে,
অনেক সময়ে নিরালা ভ্রমণ বিরুদ্ধ জনমতে।


কবর খোঁড়া বা সৌধ বানানো হাতেরা আলাদা নাকি,
আমাদেরই ঠিক করে নিতে হয় কার হাতে হাত রাখি
যুক্তিগুলোর মুখ বেঁধে দিয়ে চোখে যে পরেছে ঠুলি,
তার কাছে ভারী পবিত্র কাজ বিরোধীকে বোমা গুলি।


যে যাই বলুক, বেছে দিতে নেই অন্য কারোর  দায়,
দায়ী কোরো তাকে দেখে যাও যাকে দুইবেলা আয়নায়।


আর্যতীর্থ