।সুইস গল্প।


জাপটিয়ে ধরে নিলো প্রগতির ঠ্যাং কে?
ডিজিটাল দেশটাকে করে দিলো হ্যাং কে?
ফিসফিস শোনা যায় দুহাজার সতেরোয়
তিনগুণ টাকা গেছে সুইসের ব্যাঙ্কে।  


মন্ত্রী বলেন তেতে ,এতে কোনো ক্ষতি নেই,
ভুল যত ছিলো সব বিরোধীর অতীতেই
এখন টাকারা সব ধবধবে সাহেবী,
কালো টাকা প্রবাহের সেরকম গতি নেই।


সাদা টাকা মানে তার ট্যাক্স সব মেটানো
জমা আর  খরচাতে যায় বুক চেতানো
কিন্তু সুইস ব্যাঙ্ক সুদ মোটে দেয় না,
সেখানে রাখবে টাকা, কারণটা কে জানো?


জমা রেখে ফের পেতে বিস্তর কাঠখড়,
সুইসের ব্যাঙ্ক নয় এটি এম নির্ভর,
এত অসুবিধা সয়ে সাদা টাকা রাখবে,
মন্ত্রীর এ বচন মেনে নেওয়া দুষ্কর।


ওদিকে নীরব মোদী চালাচ্ছে ব্যবসা
আত্মীয় বন্ধুর ভারী চেনা নকশা,
তবুও ধরতে তাকে নাকালের একশেষ
সরকার হয়েছেন কেঁদেকেটে একশা।


আমরা ছাপোষা লোক. হরেকরকমবা,
বাজারে খরচা রোজ হয় আরও লম্বা
মন্ত্রী বলেন কেঁচো, তবু ভারী চিন্তায়
খুঁড়লে বেরোয় যদি বিষাক্ত মাম্বা?


দূর্নীতি ঘুরনীতি ক্রমেই আখাম্বা..


আর্যতীর্থ