। টাকার গোলাম।


আর কবে যে বুঝবি খ্যাপা, মানুষ হওয়া বড্ড হ্যাপা,
বেকারই তোর পাত্তা পাওয়ার ইচ্ছে,
যতই মুখে বাক্য ফুটুক, বুদ্ধিমানের তকমা জুটুক,
দুনিয়া তোর সবই কেড়ে নিচ্ছে।
পয়সা যদি থাকে ট্যাঁকে, তবেই সমাজ তোকে দেখে,
ফক্কা পকেট হলেই মারে লাথি,
বিদ্যে শিক্ষে অনিত্য সব, বৃহৎ ঘোড়ার অন্ড প্রসব,
পয়সাবিনে হ্যারিকেনই সাথী।
এই ধর না সাম্প্রতিকে, ঢাক শোনা যায় চতুর্দিকে,
ফুটপাতিয়া বনাম ফিলিম হিরো,
ডেরেইভারকে সবাই চেনে, কি লাভ হবে সেসব জেনে,
সাক্ষ্যপ্রমাণ জোটেনি একটিরও।
বলিউডের তিনিই ত্রাতা  ম্যাটিনি শো’র খোদ বিধাতা,
ভিলেন মারেন খেয়ালে ইচ্ছায়,
ফুটপাতে শোয় যেসব লোকে তাদের কি আর পড়ে চোখে
বি এম ডাব্লু ওপর দিয়ে যায়।
আহা নাহয় মরলো কজন, গরীব ভারী তাদের স্বজন,
শুনেছি তো দয়ার শরীর ওনার,
পয়সা নামক অমোঘ তুরুপ, রহস্যময় সাক্ষী বিরূপ,
লোক জোটে না সওয়াল জবাব শোনার।
সকাল বিকেল মুগুর ভাজেন রোদচশমায় পুলিশ সাজেন
ঢিসুম ঢিসুম ওহ্ সেকি মারপিট,
পুলিশও তো মানুষই হয়, জলের মতন সরল বিষয়,
ফাঁকফোকড়ে ভর্তি সে চার্জশিট।
বাঘের ঘরে ঘোগের বাসা কৃষ্ণসারই সর্বনাশা
তার ওপরে জুটেছে বিষ্ণোই,
হরিণ তো নয় মানুষ বাছা প্রমাণ এবার নয় যে কাঁচা
অপরাধে নেই কোনো প্রশ্নই।
আমরা করি ব্যবসা আদার মোট বয়ে যাই একশো গাধার,
এসব জাহাজ খবর কেবল শুনি,
দেখেশুনে শিক্ষা পেলাম মানুষ মানেই টাকার গোলাম,
ভাগ্যে টাকা চিবায় না হরিণী!


আর্যতীর্থ