। তামাশা।


সকলেই সাধু যদি ,কই গেলো টাকা সে?
রাজসভা হাঁকে কেন কোষাগার ফ্যাকাশে?
হার মানে অনায়াসে যত চিটফান্ডও,
তবু কেন তদন্তে তুরগের অন্ড?


সাতটা বছর ধরে কাঠখড় পুড়িয়ে,
জিভ কেটে সিবিআই বলে দেয় ‘থুড়ি হে!’
এরা নয় মোটে এই চুরি দায়ে জড়িত,
ভুল করে পড়ে গেছে জোড়া হাতকড়ি তো!


দিকে দিকে বেজে ওঠে দুন্দুভি তূর্য
গ্রহণকে কেটে যেন বের হলো সূর্য।
বিরোধী নেতারা কন আগেই তো কহিনু,
কালিতে দাগাও যাকে আসলে সে কোহিনুর।


রাজসভা এব্যাপারে মোটে নন খুশী হে,
গুন্ডা ষন্ড যেন দিলো তেড়ে ঢুঁসিয়ে।
মুখে তবু বলে যান নয় জেনো অন্ত,
এখনো রয়েছে বাকি হরেক তদন্ত।


সিবিআই গেয়ে যায় নাকিসুরে কাঁদুনি
সঠিক হয়নি নাকি সাক্ষ্যের বাঁধুনি।
আদালতে যাবে ফের বিরুদ্ধে অ্যাপিলে
( সাতটি বছর বাবা কোন ঘাস কাটিলে?)


জনতা উল্টে হাত , বলে এতে হোলো কি?
চিরকাল এই তালে বাজে সব ঢোলকই।
ঘটা করে ঘোটালার মামলাটি হয় শুরু
নেতাকে পাঠাবে জেলে, এই দেশে হয় গুরু?


একটা খবর নিয়ে নেই কোনো হইচই,
ঘাপলার কোটি টাকা, সেই সব গেলো কই?


আর্যতীর্থ