। থেকে যাও।


আমার মোটেই ভাল্লাগে না এমন খেলা,
চারখানা দিন তোমার পুজোয় হট্টমেলা,
তারপরে দিই নেচেকুঁদে নদীর জলে বিসর্জন
বাকি বছর অসুরকৃপায় বিষাদমেশা বিষ অর্জন।


অসুররা আজ দাপিয়ে বেড়ায় হুহুঙ্কারে
কিছু আলো প্রত্যহ যায় অন্ধকারে ।
মুহূর্তরা রোজ ঝলসায় শোষণআঁচে,
এখন সময় রোজনামচায় দুর্গা যাচে।


আঁধার এখন ফেলছে তাবত শিক্ষা গিলে
যুবসমাজ চাকরিতে নয়, যায় মিছিলে।
একুশ শতক, ধর্মচাবুক করছে তবু খবরদারি
বললে বেফাঁস অসুরগুলো পাবেই পাবে খবর তারই।


এখানে আজ ভয়ের আকাশ, মেঘ জমেছে ঈশানকোণে,
বোয়ালমাছের চোয়াল হাঁয়ে  চুনোপুঁটি  প্রমাদ গোনে।
দুগগা মা গো, জরুরী কি ফিরে যাওয়া কৈলাসে?
এখন যে মা যে কোনো দিন অসুর আসার রই ত্রাসে।


ধর্ষণে আর খুন জখমে অসুররা রোজ সংবাদে
মুখ খুললেই আসবে আঁধার তোমার ধরে চমকাতে।
সারা বছর ছিটিয়ে আছে অসুরকুলের নিদর্শন
যাস নে মা গো, এবার নাহয় নাই বা হলো বিসর্জন।


আর্যতীর্থ