। ঠোঁটকাটা।


মুখের ওপর কথা বলার মানুষ থাকা চাই।
শত্রুতা নয়, ভালোবেসে বলতে পারে যা ইচ্ছে তাই,
তীক্ষ্ণ কঠিন গদ্য কথা, ধানাইপানাই নয় অযথা,
তোষামোদের জিভের লালায় ঘষতে জানে ছাই,
এমন মানুষ চাই।


হ্যাঁয়েতে হ্যাঁ মেলানোতে বেশির ভাগই রাজি,
ঝুটঝামেলা এড়িয়ে যাওয়ার আরামী কারসাজি
মনে মনে যেটাই ভাবে, মুখে কে আর বলতে যাবে
মনে তুমুল গালি দিলেও মুখে সবাই ' হাঁ জি' ,
আরামী কারসাজি।


আরেকপক্ষ সবকিছুতেই দেখতে থাকেন খুঁত
অমুকের কাজ খারাপই সব, যুক্তিতে অদ্ভুত।
এদের কথায় বলতে গেলে, তফাত হয় না পাশে ফেলে
সব কিছুতেই মুখ বেঁকিয়ে দাবড়ে বলেন 'ধ্যুত!'
দেখেন শুধুই খুঁত।


এদের বাইরে ভাগ্যে যদি  বন্ধু কোনো জোটে,
খারাপ লাগলে আনবে মুখে স্পষ্ট কাটা ঠোঁটে
দাঁড়িয়ে তোমার সামনে সটান ভাল্লাগেনি বলবে পটাং
তোমার খারাপ লাগলে তবু ঘাবড়াবে না মোটে
যদি এমন কেউ জোটে...


তবে তুমি দুনিয়া ছেড়ে আঁকড়ে থেকো তাকে
খারাপ ভালো বলতে পারে সেই শুধু তোমাকে
জীবন বড় জটিল ধাঁধা, কোন সাদাতে লুকিয়ে কাদা
সে সব থেকে এমন বন্ধু সামলে তোমায় রাখে,
আঁকড়ে থেকো তাকে।


আর্যতীর্থ