।তিনি।


ফিসফিসফিস ,ঢালছেন বিষ জনতার কানে,
বদলে যাচ্ছে, পিছলে যাচ্ছে পড়শীর মানে।
চলে দিবানিশ কাঁটাতার তোলা আমরা ওরা-তে
মিলমিশ ছিঁড়ে ঘেরাটোপে ঘেরে চিন্তারা যাতে,
হিস হিস হিস , সাপের আওয়াজ চারদিক থেকে,
হদিশবিহীন হিংসার বলি আজ প্রত্যেকে।


ভোট দিস দিস, বলছেন তিনি মধু জিভে ঢেলে
কাজু কিসমিস রোজ ঘরে নাকি তিনি জিতে গেলে।
হাত নিশপিশ , মসনদে বসে পিষবেন কাকে,
দুষবেন কাকে, পুষবেন কাকে , সব প্ল্যানে থাকে।
কাকে করবেন আহা ইস ইস, কাকে দুচ্ছাই,
গদী দিস দিস, ভোটখেলা ঢাকে সব ইচ্ছাই।


নিস বাবা নিস, সুবিধা সুযোগ, যত চাস নিস
ওরে দলবল, খলবল করে ভোট এনে দিস।
দুরমুশ করে , পুল পুশ করে, ঘুষে খুশ করে ,
ভোট চাই তাঁর, পতাকা উড়ুক হুস হুস করে।
সাপ মুখে কিস, ব্যাঙ ঠোঁটে কিস, ভোটের তাগিদে,
অযুত নিযুত নোট খেয়ে তবু বেড়ে যায় খিদে।


ফিস ফিস বিষে দেশ ভাগ হয় কয়খান পিসে,
সে হিসেব যায় ব্রেকিং নিউজ মেকিংয়ে মিশে
রঙ দেখা ঢং খেলে পিং পং ভোটের আঙনে
দেশ একখানা অনেক সীমানা নাগরিক মনে
মসনদে তিনি ,স্বপক্ষে চিনি ,বিরোধীতে তেতো
দিশার হদিশ তিনি খুঁজে নিলে দেশটা এগোতো।


মৃত্যুর শিসে মিশমিশে কালো যবনিকা নামে,
হুসহুস করে চুষে খাওয়া জিভ একদিন থামে।
মসমস করে মসনদে ঢোকে অন্য পাদুকা,
নির্বিষ হয়ে তিনিও তখন ছোটো পাদটিকা,
ফিসফিস করে অন্য বাতাস ভোট দিস দিস
একলা তেনার ফলকের গায়ে কুকুরের হিস..


আর্যতীর্থ