। তিননম্বরী।


তোমার সাথে আমার দেখা, গপ্পোগুজব, পি এন পি সি, কাজের কথা, ঝগড়া বিবাদ,কিংবা নেহাত টাইমপাসই,
ঘন্টা দুয়েক কিংবা মিনিট  যাক না যতই সময় তাতে
হয়তো জীবন সমাপ্তিকে রাখছে লিখে সে সাক্ষাতে।


খুলেই বলি, কেউ কি জানি সময় কখন আবার দেখার,
কোন স্টেশনে নামিয়ে দেবে সময়গাড়ির  টিকিটচেকার?
এই যে দেখা, এর পরে কি, কতক্ষণের আয়ু আছে,
সেই ব্যাপারে সবিস্তারে তথ্য আছে কারোর কাছে?


তাই বলিকি , ঠাট্টা হাসি কিংবা তুমুল ঝগড়াঝাঁটি,
আমরা দুজন যেটাই করি, ষোলোআনা হোকনা খাঁটি।
যুদ্ধ কিংবা সন্ধি চেয়ে দুজন যখন ছোটাই  ঘোড়া,
মাঝে কেন বাড়াবে পা, মুঠোফোনের ধাষ্টামোরা?


আমরা যখন বলছি কথা, অমনি দুজন পাতছে আড়ি,
কখন বেজে বাগড়া দেবে, ভাবছে দুটো বদের ধাড়ি।
যেই না কিছু আবেগ ভরে চোখ রেখেছি তোমার চোখে,
রিংটোনেরা হামলা শানায় তোমার  আমার পকেট থেকে।


চেষ্টা চালাই একলা থাকার , আড্ডাতে বা তর্ক করে,
মোবাইলরা সব যাচ্ছে ঢুকে, নিজস্বতায় গায়ের জোরে।
ঝগড়া আলাপ আড্ডাতে আজ কথা সবাই কম ভরি,
বাধ সেধে দেয় সবার কথায় পকেটে তিননম্বরী।


আর্যতীর্থ