। তোমার ব্যাপার।


ঈশ্বর প্রতিবন্ধী।
ভক্তের বেশে ধার্মিক সাজা প্রহরীর হাতে বন্দী।
কিছুই করতে পারেননা নিজে নিজে,
রক্তে রয়েছে কোলের কাছটা ভিজে,
কার সে শোনিত, সে সব গণিত তাঁর কাছে অস্পষ্ট,
শুধু তাঁর নামে কোটি ঝগড়াতে পৃথিবী বাড়ায় কষ্ট।


ঈশ্বর নির্লিপ্ত।
তাঁর নামে শুধু বোমা বন্দুক রোজ বলি নিতে ক্ষিপ্ত।
নীরবেই ডাকো কিংবা চেঁচাও,
পায়ে সোনাদানা যত ঘুষ দাও,
সব কিছু নিয়ে, নাকে তেল দিয়ে ঘুম শ্রেয় তাঁর কাছে,
সুমারিতে নেই তাঁর নাম নিয়ে কয়জন মরে বাঁচে।


ঈশ্বর ভাষাহীন।
বৃথাই ভক্ত চেঁচিয়ে মরেন হে প্রভু জবাব দিন।
রোজ  খুন হয় তাঁর নাম নিয়ে,
ওঠেননা তবু ব্যথাতে কঁকিয়ে,
যেমন ইচ্ছে তেমন বসছে ‘ ডাব’ করা কথা মুখে,
বহুযুগ ধরে  চলেছেন ভুগে বোবাধরা অসুখে।


ঈশ্বর নিদ্রিত।
বিগ ব্যাং করে ঘুমাবার পরে সেই ঘুম ভাঙেনি তো।
ধর্মকে নিয়ে এত হাঁকডাকে
বস্তুত ডাক আরো জোর নাকে,
রক্তের খ্যাপা ভক্তের হ্যাপা নিতে বয়ে গেছে তাঁর,
সাজিয়েগুছিয়ে দিয়েছেন তিনি পৃথিবীর সংসার।


তোমার ব্যাপার করলে দুনিয়া ধর্মের নামে ছারখার..


আর্যতীর্থ