।তোমার জন্য।


তোমার জন্য চন্দ্র সূর্য থমকাতে পারে এক লহমায়
তোমার জন্য একটা জীবন পাল্টাতে পারে এক সন্ধ্যায়
তোমার জন্য না হওয়া গান এমনিএমনি ঠোঁটে এসে যায়,
একথা আমায় কেউ তো বলেনি, বুঝে গেছি অনুভবে,
তুমি বুঝলেই হবে।


তোমাকে দেখলে আকাশের মেঘ বৃষ্টিকে রাখে থমকে
পাশ দিয়ে গেলে গায়ের সুবাসে ফুলেরাও দেখে চমকে
আঁচল ওড়ালে পাখিগুলো এসে বাতাসকে দেয় ধমকে
আমি বলবো না দেখেছি এসব কোথায় এবং কবে,
তুমি জানলেই হবে।


তোমাকে ছুঁলেই কথা হতে চায় কবিতা অথবা গান
সকালের রোদ দেখতে না পেলে খুব করে অভিমান
কখন আসবে রাতে তুমি ছাদে চাঁদ করে আনচান
সাধারণ দিন তুমি এসে গেলে বদলায় উৎসবে,
তুমি আসলেই হবে।


গত জন্মের না বলা কথারা জমে আছে দুই চোখে
হালকা হাসিতে প্রশ্রয় দাও আমি যত যাই বকে
আমার এমন পাগলামি নিয়ে কত কথা বলে লোকে,
যে যাই বলুক, কান কেন দেবো ছাতামাথা ওইসবে?
তুমি শুনলেই হবে।


আর্যতীর্থ