। টোটাল লস।


মরার পরে সমস্বরে সবাই বলে RIP!
ফটোর গলায় ঝোলায় মালা, কপালজুড়ে টিপ।
বেঁচে থাকার সময় আবার খোঁজ রাখে কে Boss,
যাই বলো না , মরাই ভালো, বাঁচা Total Loss.


বন্যা কিংবা ভূমিকম্পে সব খুইয়ে Broke,
ওপর থেকে ওপর ওপর জুটবে কিছু স্তোক।
তাই চাইতে যাওনা মরে, Cheque পাবে লাখ দশ,
যাই বলোনা মরাই ভালো , বাঁচলে Total Loss.


ডেঙ্গি হচ্ছে চারদিকে খুব ( নাম করলেই Fine)
হাসপাতালে বেড়েই চলে জ্বরের রুগীর লাইন।
বাঁচলে খরচ লাখের ওপর, মরলে তো বিল ফস্
যাই বলো না মরাই ভালো, জীবন Total Loss.


মরলে পরেই বলবে সবাই, লোকটা ছিলো Good,
বেঁচে থাকতে একটি বেলাও দেবে না কেউ Food.
জিন্দা লোকের গাল পারে সব, Death হলে গায় যশ,
যাই বলো না মরাই ভালো, জ্যান্ত থাকাই Loss.


জ্যান্ত কেবল Prefer লোকের শিঙ্গি মাগুর কই
জীবন মানেই চেষ্টা দিতে Ripe ধানে মই।
পরম বৈরী মরলে চোখে জল করে টসটস,
মরে যাওয়াই বরং ভালো, বাঁচা Total Loss.


আর্যতীর্থ