। ট্রোল।


বেশ কিছু মানুষের নেই কাজ কর্ম,
ইন্টারনেট দিলো বেনামের বর্ম,
টুইটারে করে যায় খিস্তির বৃষ্টি
যাকে খুশি গালি দেয় তুলে জাতধর্ম।


প্রতি গ্রামে স্কুল ছাড়ো, শৌচের ঘর নেই,
ভোটকালে আশা শুধু, তার আর পর নেই
তবু সব ঘরে ঘরে জি বি ভরা মুঠোফোন
প্রগতির সিঁড়ি যায় মুর্খের স্বর্গেই।


কাজ নেই যুবাদের, আছে শুধু কাজিয়া,
দিন যায় রাজনীতি ভেরেন্ডা ভাজিয়া
ধর্মের নামে যত দাঙ্গার মশলা
মগজ গিলতে আসে করে তার পাজী হাঁ।


ঝগড়ার ভাষা নিয়ে কোই কুছ কহো মত
‘শ’ ‘ব’ ‘চ’ য়ে শুরু শব্দেরা জলবৎ
নেট ধরে পৌঁছেছে কত ঢং কত অ্যাপ
এখনো রয়েছে বাকি পৌঁছাতে সহবত।


বিনা সহবত চলে টুইটার ফেসবুক
বেনামেতে গালি দিয়ে যাই বলো বেশ সুখ,
রাজনীতি ধর্মরা যত হোক অশালীন
আইন ছোঁবে না ভুলে জেনো তার কেশটুক।


সভ্যতা দিয়েছে তো বহুকাল বর্জি
তার ওপরে নেট ছোটে খুব দ্রুত ফোর জি
সুতরাং সারাদিন মেতে নেট সফরে,
যাকে তাকে গালি দেয় যেরকম মর্জি।


প্রগতির প্রচারে বাজে ঢাক বাজে ঢোল
সস্তায় নেট পেয়ে ভব্যতা হরিবোল
পাল্টেছে এদেশের প্রিয়তম খেলাটি
এখন হয়েছে সে ‘ যাকে খুশী তাকে ট্রোল’।


আর্যতীর্থ