। উল্টোদিকের গল্পগুলো।


উল্টোদিকের গল্পগুলো পাল্টে যাওয়াই চলতি রীতি,
রিরংসা বা হিংসা থাকুক, কিংবা জমুক প্রেমপিরিতি,
পক্ষে এবং বিপক্ষে তার ভিন্ন ভিন্ন গল্প পাবে,
তোমার ব্যাপার তুমি কিসে ভরসা করে ভাব জমাবে।


এই যে দেখো রাজনীতি আর ধর্ম নিয়ে মারামারি,
দুপক্ষতেই গল্প সাজে তথ্য দিয়ে বেশ বাহারী
যেটাই পড়ো সারাংশতে বুঝবে এটাই মোদ্দা কথা,
অপরপক্ষ প্রবল দোষী, তিনি ধোয়া তুলসী পাতা।


ধর্ষণ আর খুনের মতো নড়িয়ে দেওয়া অপরাধেও,
কাহিনীতে চাটনি ঢালেন যে যার মতো লেহ্য পেয়।
কেউ বলবেন অকাট্য সব যুক্তি ছিলো এ খুন করার,
ধর্ষিতারও বকলমে দোষ হয়ে যায় ছেলেধরার।


নিরপেক্ষ গল্প  বলার কলম মেলা অসম্ভবই,
সবাই আঁকেন সাদাপাতায়  নিজের মেকআপ মাফিক ছবি।
বিরুদ্ধমত যুক্তিগুলো মধ্যে ঢুকে ধন্দ বাঁধায়,
রঙবেরঙের ছোপ পড়ে যায় বাস্তবিকের কালোসাদায়।


কাজেই কোনো গল্প যদি চোখের সামনে এসেই পড়ে,
উল্টোদিকের কাহিনীটাও পড়তে শিখো তার ভেতরে।
গল্পকারের রাংমোড়কে চরিত্রদের সাতসতেরো,
রঙের ভেতর ঢুকে আসল গল্প খোঁজার চেষ্টা কোরো।


আর্যতীর্থ