।ভার্চুয়াল।


আমরা গুরু ভালোই আছি,
নানান বাঁশে দিব্যি বাঁচি,
হুজুগ পেলেই তা থৈ নাচি
ভাইরাল হ্যশট্যাগে,
দোষ ফেলে দিই এর ওর ঘাড়ে,
ধারে না হোক কাটছি ভারে,
দিন কেটে যায় নিদ্রাহারে,
এবং বর্জ্য ত্যাগে।
মাঝে মাঝে গর্জে উঠি,
ঘরে বসে পাকাই মুঠি,
খইয়ের মতো তিড়িং ফুটি
মুখবইয়ের পাতায়,
কি হলে কি পারতো হতে
নেট ভেসে যায় কথার স্রোতে
ভারচুয়ালের নেইজগতে
আকাশ তুলি মাথায়।
কিন্তু যখন ঘুঘুর ফাঁদে
নাকাল হয়ে মানুষ কাঁদে,
শাসক থাকেন সাধআহ্লাদে
প্রজা আব্বুলিসে,
আমরা তখন দূরের থেকে
আবহাওয়াকে দেখি চেখে,
সামনে তখন গেলে  হেঁকে
ধরবে যে পুলিশে!
আমরা হলাম নেটের প্লেয়ার
গুচ্ছ করি লাইক শেয়ার
মাঠে নেমে শ্লোগান দেওয়ার
দুর্মতি নেই কোনো
বাঁশবনে হই শেয়াল রাজা
স্ট্যাটাস ডি পি নিত্য তাজা
উল্টে খাবো যে মাছভাজা
ভাবিনা কক্ষনো।
মারছে যারা দেশকে পিষে,
নীল হয়েছি যাদের বিষে
ভারচুয়ালের এ ফিসফিসে
তারা হেসেই খুন,
আমাদের ওই আগডুমেতে
বাধ সাধে আর কার ঘুমেতে
দিচ্ছে তারা নিঃঝুমেতে
স্বপ্নতে আগুন।


আর্যতীর্থ