। ভার্চুয়াল।


তোমার কাছে প্রেমের মানে প্রেমিকযুগল যায় উজানে,
প্রেক্ষাপটে আশ্লেষী গমক্ষেত,
স্লো মোশানে যাচ্ছে সময়, সমস্যারা তখন ঘুমোয়
চোখের তারায় অশনি সংকেত।
আমার হিসেব অন্যরকম, ফিল্মি হিরোর বকমবকম,
সয়না আমার, অ্যালার্জি হয় ভারী,
ধুলোর সাথে ওঠাবসা, কাজের খোঁজে শহর চষা,
পেটের ভাতের কঠিন জোগানদারি।
তোমার আমার অন্য আকাশ, আবেগগুলোর ভিন্ন প্রকাশ,
একই রঙে মেলানো যায়না,
তুমি যখন দাঁড়াও সেজে, সেলফি ওঠে নিজে নিজে,
আমায় দেখে আঁতকায় আয়না।
অথচ যেই নিশুত হলো , তুমি তোমার মোবাইল খোলো,
আমিও তখন ফেসবুকে সার্ফাই,
কেমন করে বন্ধু হলাম, বিশদে তার নাই বা গেলাম,
চোরাস্রোতে দুজন ডুবে যাই।
ঘিরে আছে তোমায় সবাই, মুহূর্তরা বেবাক জবাই,
ভিড়ের মাঝে উচ্ছলতায় হাসো,
রাতের বেলা একলা ঘরে ,ঘড়ির আওয়াজ ঘিরে ধরে,
বোঝেই নি কেউ কোনটা ভালোবাসো।
আমার ঘেমো জীবন জুড়ে, বালিই খালি লাভের গুড়ে
রাত্রি হলে কল্পনাতে ঘুরি,
দুটো মনের রাতের  একা,  পথ খুঁজে নেয় আঁকাবাঁকা,
উপুর করি একশো কথার ঝুড়ি।
কিন্তু দুজন ভালোই জানি , ওই আলাপেই দাঁড়ি টানি,
ছিদ্র কোনো খুঁজি না পর্দার,
বাস্তবিকে আসলে কাছে, কল্পনাটাই থাকবে না যে,
ত্রিমাত্রিকে আড়ালটা দরকার।


আর্যতীর্থ