অবয়বে ফিলহাল জীবন হয়েছে নিখোঁজ !
চূড়ান্ত দহনের মহড়ায় বেসুড়ে সময়
অতিথি করে আনে খাক করা অগ্নিকায় ।
সাহারাহীন যাপনে ঘর বাঁধে দিনের সাহারা ।
কমরেড ! আমি রাতের সাহারা চাই -
নৈ:শব্দ্যের-হিম গায়ে-মেখে যে তন্দ্রা ছড়ায় ক্রন্দসীতে ।


শুধু এক মুঠো বৃষ্টি চাই, বৃষ্টি -
হাজার হাজার ফতুর ফুটপাতিয়ার জন্যে,
হাড় ভাঙা ঘামে যারা ঊষর ভূমিতে শস্য ফলায়,
যারা কারেন্ট-খুঁটিতে সূর্যের সাথে পাঞ্জা লড়ে
নেমকহারামের স্বর্গপুরীতে আরাম যোগায় ।
যারা আগুনে পুড়ে এসি-ওয়ালাদের কাপড় কাচে, বাসন ধোয় -
বৃষ্টি নামুক সেই শ্রমের মোহনায় ।
শহরের ভিড়ে ফোসকা পায়ে পাথর ভেঙেও
যাদের ছেঁড়া ফতুয়ায় সূর্য আঁকে মৃত্যুর পরোয়ানা-
অঝোর ধারায় বৃষ্টি নামুক সেই আগুনে পোড়া আধপেটা সমকালে;
বৃষ্টি নামুক সভ্য সমাজের
রক্তক্ষয়ী ধারক-বাহকের পরতে পরতে।