গিটার বেয়ে নামছে যখন শ্রাবণ,
ফিনিক্স তখন বারুদ ছড়ায় প্রেমে ।
রাতের সূর্য স্নান করে ইঁদারায়,
বীত বসন্ত আটকে শহর জ্যামে ।
ট্রাফিক পুলিশ বোকা বাঁশি বাজায়,
ব্যস্ত চোখে চাঁদ ডুবে চুপিসারে ।
ওড়না হাওয়া ফিকে জীবন রাঙায়,
স্পর্শকাতর ! ঠোঁটের ইস্তাহারে ।
ল্যাপটপেতে স্বপ্নসিঁড়ি এঁকে,
সাঁঝবেলাতে আঙুলে জড়ায় কেশ ।
উষ্ণ-প্রহর চোরাপথে গুজরায়,
গিটারে আজ ঘোর-বসন্ত রেশ ।
রামধনু ঠোঁটে আলগোছে ছুঁয়ে যায়,
ইশাদি মেঘ মুচকি হাসি হাসে ।
সন্ত্রাসী-চাঁদ মুখ ভেঙিয়ে পালায়,
যখন নষ্ট সময় 'বেকার' হয়ে আসে ।


ওই মুঠোফোন নাছোড় ঘুমে ঘুমোয়,
ঝোলা কাঁধে ফাগুন ঝলসে মরে ।
কুবের ছাড়া হয় কখনো প্রেম ?
স্তব্ধতায় আজ মেঘের চাদর সরে ।


আজ; গিটার বেয়ে নামছে যখন শ্রাবণ,
ফিনিক্স তখন ব্যথার কবর খুঁড়ে ।
রাতের সূর্য মল্লারে তান গায়,
রাজবসন্ত স্মৃতির-অ্যাসিড ছুঁড়ে ।