ও ভালো-মানুষের মেয়ে
আমার খবর আমার কাছেই নিস ।
পড়শি কি আর সবটা জানে ?
খালি গপ্পো বেওয়ারিশ ।
আমার মতো মধ্য-মানের
সত্যটুকুই সার-
মিথ্যে কি আর মাপতে পারে-
আমার প্যারামিটার ?
চ্যালেঞ্জ ছুঁড়ে দেখতে পারিস
পৃথিবী সাক্ষী থাক ।
তুই যেভাবে অঙ্ক মেলাস
তার নাম যে ইত্তেফাক ।
অর্থটর্থ অমন মাথায়
ঢুকলে খবর দিস,
ও মেয়ে তুই আমার খবর
আমার কাছেই নিস ।