বৃষ্টি যখন গায়ে মাখতে চায়,
যখন আকাশ তোমার আভূমি চেয়ে দেখে,
তখন তুমি আড়চোখে কি চাও?
সব দিয়ে যে ফকির হয়েছে আজ,
নিষেধ বোধহয় তারই পাওনা থাকে।
তারই জন্য কপালের ভাঁজে মেঘের আনাগোনা,
বিরক্তি আর বিষাদের ঝড় বয়,
ঝাপসা আজও তোমার কাছে আমার পরিচয়।


এগজামফর্ম তুলতে আমায় চাই,
চাই আলতো খোঁপায় গাঁদার হাহাকরে;
বাজারের ব্যাগ বইতে আমায় চাই,
চাই ভিড়ঠেলা ওই ট্রেনের কাউন্টারে।


বাধ্য তখন আপন আমার কত!
আদিখ্যেতা আবেশে আকাশ ছোঁয়,
জানি,কাজ ফুরোলেই পাজি আমার উল্টোপথে বয়।


ভিড়ের থেকে আলাদা নও তুমি,
ভিড়ই তোমায় আলাদা করে রচে,
তবু হতচ্ছাড়া স্বপ্ন আমার তোমায় ঘিরেই বাঁচে।


যদি দেখতে তুমি এসে,আমার অভিমান-ই
দীর্ঘশ্বাসে মেঘ চিরে আনে বৃষ্টি তোমার বুকে,
আমায় তুমি তোমায় জড়াও অজানা এক সুখে।
তাই তো আমি ফকির হয়েছি রাজা,তোমায় ভালোবেসে।