স্বাধীনতা আজ ছুরির ডগায় মুচকি হাসি হাসে,
স্বাধীনতা আজ কুড়ির ব্লাউজে দানবীয় সন্ত্রাসে।
স্বাধীনতা আজ বেকার যুবার স্বাধীন চিতার আগুন,
স্বাধীনতা আজ নেতার মুখের বাতেলায় ভরা ফাগুন।
স্বাধীনতা আজ সংখ্যাগুরুর নির্যাতনের চাবুক,
স্বাধীনতায় আজ ভণ্ড-সাধুরা হয়েছে ঋষি-ভাবুক।
স্বাধীনতা আজ হুমকির স্রোতে,জবাই-এর ভয়ে জব্দ,
স্বাধীনতা আজ মৃত্যু-মিছিলেও শুনেছে গুলির শব্দ।
স্বাধীনতা আজ কাচের বোতলে,রুমালের ভাঁজে বন্দি,
স্বাধীনতায় আজ বাঘে-হরিণে করেছে চুরির সন্ধি।
স্বাধীনতা আজ কিশোর মুখের সিগারেট ধোঁয়ায় কালো,
স্বাধীনতায় আজ কালোবাজারির ব্যবসা জমকালো।
স্বাধীনতায় আজ গাধার কুকুর বিরিয়ানি বসে খায়,
স্বাধীনতায় আজ ভুখা কৃষক ডুবে মরতে যায়।
স্বাধীনতা আজ অ্যাসিড ছুঁড়ে যে অবাধ্য মেয়ের মুখে,
স্বাধীনতা আজ মঞ্চে-মাইকে,চোরের চরম সুখে।
স্বাধীনতা কত মায়ের চোখেতে এনেছে বিষের ঢেউ,
স্বাধীনতায় কত নষ্ট-ভ্রষ্ট মানুষ হয়েছে ফেউ।
স্বাধীনতায় জ্বলে সিরিয়া,মথুরা,সাধের বাংলাদেশ,
আজ স্বেচ্ছাচারের কফিনে বন্দি স্বরাজ আমার বেশ!