রক্তহারে সূর্যমুখী
আবার তোকে চাই,
তুই না এলে চোখের কোণে
উড়বে চিতার ছাই।


ইচ্ছেপাখির ডানায় চেপে
আয় চলে আয় তুই,
তোরই আশায় প্রতিটি রাত
স্বপ্নসুখে শুই।


নীল আকাশের ক্যানভাসেতে
হঠাৎ জাগে ভয়,
ঝড়ো হাওয়ায় স্বপ্ন আমার
ফসিল-না হয়!


শ্রী-রূপে তুই আগুন ধরাস
হাজার রাহি বুকে,
কোন জহুরি না-পেতে চায়
আকাশ-জোষণ সুখে!


তোর তো আবার বড্ড বেশি
রূপের অহংকার,
ইচ্ছে হলেই করতে পারিস
স্বপ্নকে চুরমার।


তুই চলে এলে প্রতিষ্ঠাও
হয়তো কাছে আসবে,
ভণ্ড সমাজ কুঁচকে ভুরু
একটু ভালোবাসবে!


শ্রম যদি তোর দিতে পারে
আসার পথের ভাড়া,
ইনামে তুই টিকিট কাটিস
চিন্তা হবে সারা।