ট্রামের ধূলোয় যাপনের ম্যাপ আঁকছি যখন-
দেখি তোমার,শুধু তোমার বসত সরছে দূরে...


অভিমানে?


কৌতূহলের চোরাস্রোতে ভাসছি যখন-
নকশিকাঁথায় বুনছো তুমি কত কালের পাওনা-দেনা,
ভবিষ্যতের হিসেব নিকেশ,
সাম্প্রতিকের ইলাসট্রেশন।


সমীকরণে মেঘ নেমেছে?
তাই কি তুমি পরবাসী?
পরবাসী...


হিসেব করে সুখ নিয়েছো?
চিৎকারেতে বলতে পারো ভালো আছো,
সত্যি'ই তুমি ভালো আছো পরভূমে?


আমি কিন্তু বলতে পারি,বেশ রেখেছো।
অসুখের গায়ে সুখ মেখেছি জুলুম করে।
মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি নিরুদ্দেশে,বাউল হয়ে।
মাড়িয়ে চলি পথের ধূলো,স্বপ্ন নিশান, ঘাসের কুঁড়ি-
তখন তোমার...
না!আমি কিন্তু ভাবতে নারাজ,সত্যি জেনো।
তবু শুকনো পাতার ভাঙন আজো তোমার কথাই বলে।