জ্বলন্ত জীবন থেকে মুখ ফিরিয়ে
মৃতের মনস্তত্ত্ব খোঁজো তোমরা-
তোমরা বুদ্ধিজীবী।
নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দিন বদলের ভাষণ চড়াও !
নোংরামিতে বাদ পড়ে না
মাতৃভাষা,মাতৃভূমি,সীমান্তও।
লোক ঠকানো রাজনীতিতে
মানবপ্রীতির বন্যা এনে পয়সা ঝারো।
হ্যাঁ হ্যাঁ সোজা ভাষায়'ই বলছি-
মিটিং,মিছিল,বিচার,ব্যাখ্যা তো হয়েই চলে !
চলে কড়া পাহারা,প্রতিবাদ,প্রতিরোধ-
তবুও কেন 'নির্ভয়া'রা
বেজন্মাদের বিষ নজরে অহরহ ক্ষুধার শিকার ?
কেন বস্তাবন্দি সদ্যোজাত লক্ষ টাকায় বিদেশ পাচার ?
প্রশ্ন প্রশ্ন হাজার প্রশ্ন আকাশ ছোঁবে !


ভুয়ো ধর্মের পিণ্ডি চটকে মৃত্যু মিছিল হাঁটতে থাকে...
শুধু মানুষ মরে,সে ইতর'ই হোক বা জ্ঞানপাপী !
আর ধর্ম হাসে অশিক্ষিতের আস্ফালনে।


তোমাদের সাতকাহনে গা গুলিয়ে রক্ত চড়ে।
আমি শুধু ভাবতে থাকি,জঙ্গি কারা ?
কালোয় মোড়া ? নাকি ঝলসে ওঠা শ্বেত কাপড়ে ?