আবেগ প্রবন মনটা শুধু, আতর মেখেই হারিয়ে যায়
আবার যখন খোঁজের শুরু,তখন আবার মিলিয়ে দেয়
যেইটা আমি,তুমিই সেটা;তোমার মতন ,আমার জীবন
এইটা যদি ভাবিয়ে তোলে,পাতালপুরে আলোক ফোটে
সবটা যদি কাটিয়ে দেবে,তবে বাঁচতে কেন একটা দিলে?
সাগর যদি দুটি বেলা,সেচ করে যায় রাজার ক্ষেতে
চাষী তখন অনাজ বেঁচে,রাজার ঘরে ভাগ বসাতে


তীর্থ