সেদিন নিরালয় শুয়ে একাকী
মন্থর গতি জপি সবেকি
অধরা দিগন্ত আকাশে বিলীন
ভাসে কাশ আর ঘাস মলিন
চকিত মনের জানলা খোলে
মায়ের কথাই মনে হলে
আসছে তিনি আবার ঘরে
উৎসব তাই ঘরে ঘরে
কাশের দর্শন পূন্য
মনের সব মন্থরা মরিল
এবার আমার অবাধ গতি
আরেক পুজো আবার মাতি
আরো আছে সাক্ষী হবো
ছাতিম, শিউলির গন্ধ নেবো
তুলোর ভেলা উড়লো কিনা
আকাশটা লাগছে আরো চেনা
এটাইতো আমার মনের আকাশ
তোমার জণ্যই সব অবকাশ


তীর্থ