সুপ্ত একটু আগুন ছিল বুকের খাঁজে
জানান দিতে অনুভূতিতে মাঝে মাঝে
কল্পনাতে আলপনাতে সাজাই মনের আকাশটাতে সুযোগ বুঝে আগুনটাকে লাগিয়ে দেবো দুনিয়াটাতে
একটু কালো একটু সাদা মাঝখানেতে রঙের মেলা
আবির করে ছড়িয়ে দেব খেলব আমি নতুন খেলা
সবাই যদি সঙ্গে থাকে দেখবে সবাই জীবনটাকে
আমার খেলার সঙ্গী হয়ে দেখব জীবন জগৎটাকে
তাইতো চাওয়া আগুনটাকে জ্বলতে থাকুক এখন থেকে
এই জ্বালাতেই মানুষ বাঁচে বাচ্ছি আমরা একে একে
শূন্য মনের মানুষ যারা বুকটা রাখে ঠাণ্ডা তারা
তাদের বলি আগুন জ্বালো দেখতে শেখো অন্ধ যারা


তীর্থ