তুমি জালতে থাকো প্রদীপ গুলো এই আবছা অন্ধকারে


তুমি আঁধারের ঘোর কাটিয়ে দিও সুভ্র আলোয় ঘিরে


নতুন করে দেখতে শিখে তোমায় দেখে শিখবে যখন


আরো অবাক হবে যদি নিজের মুখটা দেখো তখন


সুন্দর বলে যাকে লোকে স্বচ্ছ হলেই চিনবে তাকে


দিনের সাথে রাতের খেলা পুর্ণ হলে তবেই জেতা


সিংহ দুয়ার পেরিয়ে তবেই স্বাধীনতা হাসিল হবে


আরো অনেক আলোক শিখায় বিশ্বটাকে ভরতে হবে


একটা মন্ত্রর দীক্ষা গুরু হবেন যিনি নিযেই তিনি


বলবে নিযের কানে কানে "আলো দেখাই যাকেই চিনি"


কালোতে যে আলোই পারে ভালোর আবেগ ছরিয়ে দিতে


চাইলে তখন পারবে দেখো সব মন্দ একাই জিতে


তীর্থ