সাগরের জলে ভেসে
যাই চলো দুর দেশে
সঙ্গী নাবিক করে
স্রোত টাকে পথ ধরে
এগিয়ে চলো চলি


বাতাসে বয়ে আসা
মিঠে সুর মিঠে ভাষা
আকাশি আকাশ দেখা
গ্রহতারা চেনা শেখা
সবুজের খোজ করে


শন্তি পাওয়ার ত্বরে শীতল দীপের খোঁজে
যদি নিজেকে বাঁধতে চাও তবে এগিয়ে চলো
একটি দীপের চাওয়ায়  খুঁজেই চলো
একটি ঘরের খোঁজে   তাকিয়ে দেখো
নিজের ত্বরে তুমি নিজের করো
নিজের ত্বরে তুমি নিজের করো


তীর্থ