উন্মুক্ত প্রান্তর চেয়েছিলাম তোমায় দেখবো বলে
শীতল বাতাস বইয়েছিলাম তোমায় ছোবো বলে
একশো কটি মানুষের ভিড়ে চিনি তোমায় নিমেষে
তোমার দৃষ্টিতে যা দূতী তা ছড়িয়ে পরে সারা দুনিয়া
তারকা খচিত আকাশে প্রতিফলিত করে তোমার ছবি
অজস্র শব্দের জালে ফোটায় তোমার বর্ণনা কতো কবি
নিঃশব্দে কতো প্রেমিক তোমায় ভালোবেসে অসহায় ভাবে কেঁদেছে
দিক হীন কতো নাবিক তোমাকে পেতে চেয়ে ভেসে চলেছে
অনেক শুকনো ফুলের ভিড়ে তোমায় দেখেছি
অজস্র শ্রোতার অনুরোধে তোমায় চিনেছি
আড়াল হতেই আমি তোমায় ভালোবেসেছি
ঘুমের মাঝেও জেগে ওঠার স্বপ্ন আমি দেখেছি


তীর্থ