রাতের থেকেই আকাশ ছাড়িয়ে
উপর দিকে দু হাত বাড়িয়ে


আলোর আগেই আলোর আশায়
আমাকে তো ওরাই বাঁচায়


ফুটছে যখন আলোর আভা
তখনই আমার এটা ভাবা


চেনা দ্বূতী আলোর ভাজে
একেক রঙ একেক খাঁজে


রশ্মি মাখা শরীর যখন
রন্ধ্রে রন্ধ্রে আলোয় তখন


আরো যেনো ওপর দিকে
সূর্যেরও তেজ যেখানে ফিকে


তাকিয়ে ছিলাম আরো খানিক
যেন আমি ওতেই শরিক


নিমেষে চোখের পড়ল পলক
কালো করলো নিজেই আলোক


সূর্য বলছে নিজের আলো
যত পারো তত জ্বালো


ধীরে ধীরে দিনের বেলা
বদলে মৃদু ভোরের বেলা


এইযে খানিক সময় পেলাম
এটাকে নয় সঙ্গে নিলাম


দিনই এখন থাকুক জুড়ে
আলোর আকাশ আবার ভোরে