খোয়াই কোপাই নদীর ওপর বিছানো কত আলো,
রাতেও তবু, তোমার বুকে নেই একটুও কালো ।

অজস্রধারা, সহস্র দিকে এঁকে বেঁকে গেছে বয়ে,
চির বহমান, তবু কিন্তু অনিশ্চিয়তা গেছে সয়ে।


চিকন ঘাসের, মায়া জাল বোনা যেটুকু স্থল পায়েরে,
ছিটে ছিটে জল, হাওয়ার সাথে সবটা খালি ভেজায়রে।


ইতস্তত দুষ্টু কিছু, লতানে পাতা বাইতে চায়,
ঘাসের উপর আধিপত্য, একটু একটু ছড়িয়ে যায়।

উগ্র একটু ,মাতাল করা গন্ধ এমন মাতিয়ে দেয়,
প্রেমিক মনের পাওয়ার খিদে ,প্রেমে আপন করে নেয়।

নেশার চোটে, এইখানেতেই সময় যেন হেলায় হারায়,
  মানুষ হলে এমনটাই হবে, তা সে যেই দাঁড়ায়।


তীর্থ