উড়ালপুলের উড়াল যদি ঘষটে নামে মাটিতে
পুলের ভুলে মানুষগুলো পিষ্টে মরে ফাকিতে
একটু জল একটু আলো হাতড়ে বেড়ায় জ্যান্ত যারা
অন্য গুলো মরার মতন,মরতে হবে জানে তারা
একটা হাতের খোজ মেলেনি পাটা তার হারিয়েই গেলো
তবু যেনো যটা আছে সেই গুলো রাখতে বোলো
আবার যদি আরেক দিনে উড়ালপুলের বেড়ায় ঘিরে
মৃত্যু ফিরে চাইবে সেদিন তোমার আমার সবার জীবন
পারবে তুমি দাড়িয়ে থাকতে আকাশ ভেঙ্গে পড়ছে যখন


তীর্থ