তাও সে নরম


দহন জালা তবু সারাদিন
খোলা আকাশ নয় চালে টিন
ইদুরের গর্তে সাপ ঢুকে পড়ে
আর শীলা বৃষ্টির ঘায়ে রক্ত ঝরে
তবুও  আমরা মাথা তুলতে চাই
দাঁড়াতে চাই সোজা হয়ে তাই
আরো গভীর হচ্ছে সামনের গর্ত                                ধসে যাচ্ছে সম্বল, ইচ্ছা কতো শর্ত
নদীর জলে বয়ে চলে আবর্জনা
সেই নেই নদী আর আমার চেনা
যদিও আমি থাকি এই নদী পারের শহরে
যেখানে আমার অস্তিত্ত হারিয়েছে রাস্তারমোড়ে
দ্বাদশ আমি, চিন্হ ছিলো নারী হলাম তাই
আকাশকুসুম সপ্নে পাওয়া শুধুই যা চাই                 সেদিন আমার মামার বড়ি বড় রাস্তার ফুট্পাতে
ছিলাম কদিন আদরে আবেগে ওদের সাথে
হাত বাড়িয়ে দিলো যে জন ওলার বেশে
সেইতো আমায় শুষে নিলো একেবারে নিঃশেষ
ছিনিমিনি খেল্লি তোরা প্রাণটাও নিলি ছিনিয়ে
শুধু প্রশাসনের চোখ দিলো তোদের চিনিয়ে
কারাবাস,  নির্ঘাত তোদের দণ্ড চরম
শাস্তি  যেটা সবচেয়ে কঠিন,      তাও সে নরম
                                                তাও সে নরম II


তীর্থ