অনেক পর্দা ছিল উঠানোর
         অনেক অঙ্গীকার,
ভুল বুঝিনি আমি  তোমায়
         বুঝবে একটু পর।
খেলা তুমি খেলতে জান
        তাই করেছিলে শুরু
আমি ও খেলতে খেলা
  বাদ পড়ে যায় কেন?
করেছিলে তুমি খেলার শুরু
        অনেক ফন্দি এটে
অনেক অজানা পথে ঘাটে
       একলা একলা হেঁটে।।


হয়তো তুচ্ছো ভেবেছো আমায়
     জানা নাই জানা নাই,
বুঝতে পেরেছি পুরো সত্যটা
    এটাতেই পরিচয়।


নির্বোধ আমি হতেই পারি
     হতেই পারি বোকা
তাই বলে কি চিনবোনা তোকে
        মনে আছে ছবি আঁকা।
ধরেছি তোমায় প্রমাণ সহ
      ধরেছি সেই পথে
এখন তুমি আর পালিয়ে
     কোন খানেতে যাবে?
পাবেনা খঁজে আর পথ ওগো,
     পাবেনা কোন দিগন্ত।
আমার পরিচয় জানতে গিয়ে
      হলেই সর্বশান্ত।
কাহিনি ছিল অনেক বড়
       ছন্দে গল্পে তা ভরা ছিল।
করতে পারনি শেষ।
     নিমেষের এক ছোট্ট ভুলে
হলো তা লন্ড ভন্ড।
ভেবেছিলে তুমি অতি বোকা আমি
   বুঝিনা কোনো কথায়।
ছিল ভুল ছিল
   চিনতে পারনি আমায়।


যা হোক,নতুন একটা অধ্যায় শুরু
    শুরু নতুন দিন।
ভাল থেকো, ভাল থেকো গো তুমি
     সারাটা রাত্রি দিন।
পাড়ি দাও তুমি পথ,ভাল মনে
  করো ভাল কিছু সংকীর্ণ জীবনে
স্মৃতি গুলোকে মুছে দিয়ে
চল নতুন বসন্তী জীবনে।।


বাধা দেওয়ার কেউ রইলো না পড়ে
      থাকলোনা কোন জঞ্জাল,
থাকল শুধু কিছু স্মৃতিচিহ্ন
      যা থাকবে চিরকাল।
কষ্ট তুমি পেয়োনা মনে
      দঃখ ভুলো অতি সন্তর্পণে।
করো সুখ গুলোকে বরণ।
দুখের পরে সুখের আগমন
     এটাই ছিল বর্ণন।
বিশ্বাস আর অবিশ্বাসের আজ
     হলো সমাপ্তি।
সারাদিন টাও মনে হলো যেন
   নিশীত নিঝুম রাত্রি।


তবুও অবসান হলো ভুল বোঝাবুঝি
   পারলাম না হতে সুখের প্রাবাসী
নিজ হাতে আজ করলাম আমি
   সম্পর্কের অবসান।।
থাকল না কোন গভীর রাগ
    থাকল না অভিমান,
থাকল শুধু নির্ঘুম রাতে
  একলা গাওয়া গান।।